দুমকীতে শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধ’র্ষণ চেষ্টা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

দুমকীতে শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধ’র্ষণ চেষ্টা
নিউজটি শেয়ার করুন

 

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী:: পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধেে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

 

 

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার ২৯ মার্চ মুরাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জাফর মিরার শারীরিক প্রতিবন্ধী আফসানা (৩৩) নামের ঐ ভুক্তভোগী নারী একই বাড়ির স্কুল শিক্ষক আমিনুল কাছে পাওনা টাকা চাইতে গেলে ফেরত দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায়। ঘরের কাছে গেলে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে বাসার ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। আফসানর ডাক চিৎকারে মা ও বাড়ির আশে পাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার মাথায় ঠোঁটে কামড়ের চিহ্ন রয়েছে।

 

 

এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও লেনদেনের জের ধরে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন। এলাকার মেম্বার ফোরকান হাওলাদার কাছে জিজ্ঞেসা করলে তিনি বলেন আমি শুনেছি।

 

 

এবিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ