ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: কাতার বিশ্বকাপের পর্দা নেমেছে তিন মাস হতে চলল। বিশ্বকাপের পর আবারো মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবলের লড়াই। একদিকে প্রীতি ম্যাচ, অন্যদিকে ২০২৪ সালের ইউরো কাপের বাছাই পর্বের দ্বৈরথ। এবার আরও একবার দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপেরা।
মার্চের শেষ সপ্তাহে আর্জেন্টিনার দুইটি প্রীতি ম্যাচ রয়েছে। ২৩ মার্চ পানামার বিপক্ষে খেলবে তারা। আর পরের খেলা ২৮ মার্চ। প্রতিপক্ষ কিরাসাও। দুটি ম্যাচেই খেলার কথা রয়েছে মেসির। প্রীতি ম্যাচ খেলতে ইতিমধ্যেই আর্জেন্টিনায় পৌঁছেছেন লা পুলগা।
অন্যদিকে ইউরো কাপের বাছাই পর্ব খেলতে নামবে পর্তুগাল। দলের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন, আরও একবার জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রোনালদো। মার্চের শেষ সপ্তাহে দুইটি ম্যাচ রয়েছে পর্তুগালের। ২৪ মার্চ লিচেনস্টেইনের বিপক্ষে খেলবে দলটি। পরের ম্যাচ ২৭ মার্চ। প্রতিপক্ষ লুক্সেমবার্গ।
তাছাড়াও ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, ব্রাজিলের মতো দলও খেলতে নামছে মার্চের শেষ সপ্তাহে। কবে, কার খেলা? এক নজরে দেখে নেওয়া যাক।
২৩ মার্চ
ইতালি বনাম ইংল্যান্ড (ইউরো কাপের বাছাই)
ডেনমার্ক বনাম ফিনল্যান্ড (ইউরো কাপের বাছাই)
পর্তুগাল বনাম লিচেনস্টেইন (ইউরো কাপের বাছাই)
আর্জেন্টিনা বনাম পানামা (প্রীতি ম্যাচ)
২৫ মার্চ
ফ্রান্স বনাম নেদারল্যান্ডস (ইউরো কাপের বাছাই)
চেক প্রজাতন্ত্র বনাম পোল্যান্ড (ইউরো কাপের বাছাই)
সুইডেন বনাম বেলজিয়াম (ইউরো কাপের বাছাই)
২৬ মার্চ
স্পেন বনাম নরওয়ে (ইউরো কাপের বাছাই)
ইংল্যান্ড বনাম ইউক্রেন (ইউরো কাপের বাছাই)
ক্রোয়েশিয়া বনাম ওয়েলস (ইউরো কাপের বাছাই)
মরক্কো বনাম ব্রাজিল (প্রীতি ম্যাচ)
২৭ মার্চ
মাল্টা বনাম ইটালি (ইউরো কাপের বাছাই)
লুক্সেমবার্গ বনাম পর্তুগাল (ইউরো কাপের বাছাই)
২৮ মার্চ
নেদারল্যান্ডস বনাম জিব্রাল্টার (ইউরো কাপের বাছাই)
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র বনাম ফ্রান্স (ইউরো কাপের বাছাই)
আর্জেন্টিনা বনাম কুরাসাও (প্রীতি ম্যাচ)
২৯ মার্চ
স্কটল্যান্ড বনাম স্পেন (ইউরো কাপের বাছাই)
তুরস্ক বনাম ক্রোয়েশিয়া (ইউরো কাপের বাছাই)
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক