ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে জেলার রাজাপুর উপজেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার বাসিন্দা আব্দুর রহমান তালুকদারের ছেলে অটোচালক মো. রবিউল আউয়াল তালুকদারের (৩২) সঙ্গে তার স্ত্রী সাফিয়া তালুকদারের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর জের ধরে রোববার রাতে ঘুমন্ত অবস্থায় রবিউলকে গলায় ছুরি চালিয়ে তার স্ত্রী হত্যা করে।
এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পারিবারিক কলহের কারণে রবিউল আউয়াল তালুকদারকে তার স্ত্রী ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরবর্তী কার্যক্রমের জন্য থানায় আনা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক