ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী। তাই স্ত্রীর সেই প্রেমিকের বউকেই বিয়ে করে প্রতিশোধ নিলেন এক ব্যক্তি। ঘটনাটি ভারতের বিহারের খাগাড়িয়া জেলার।
জানা গেছে, রুবি দেবী নামে ঐ নারী ২০০৯ সালে নীরাজ নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এই দম্পতির চার সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর নীরাজ আবিষ্কার করেন- তার স্ত্রী মুকেশ নামে একজনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুবি এবং মুকেশের বিয়ে হয়। এ ঘটনা জানার পর মুকেশের বিরুদ্ধে পুলিশের কাছে স্ত্রী অপহরণের অভিযোগ করেন নীরাজ। এরপর স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। কিন্তু এতে বাধা দেন মুকেশ। সেই থেকে তিনি পলাতক।
মুকেশও বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। মজার ব্যাপার হলো, তার স্ত্রীর নামও রুবি। তাই প্রতিশোধ নেয়ার জন্য মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নীরাজ। শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে নীরাজের সঙ্গে মুকেশের স্ত্রীর বিয়ে হয়।
এমন উদ্ভট বিয়ের খবর নজর কেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীদের। একজন ব্যবহারকারী লিখেছেন, মুকেশের স্ত্রীকে বিয়ে করার পরিকল্পনা শুরু থেকেই ছিল নীরাজের। অন্য একজন লিখেছেন, বিবাহিত লোকেরা একে অপরের সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। এখানে আমি এখনো অবিবাহিত।
সূত্র: এনডিটিভি
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক