ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বরিশাল, নবকন্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভয়াবহ আগুন লেগেছে। এতে পাঁচটি দোকান পুরো এবং একটি দোকান আংশিক পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাত ৪টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মনির দফতরির কাপড়ের দোকান, নিরব পাটোয়ারীর পাটোয়ারী ইলেকট্রনিক, মহিউদ্দিনের হোটেল, আবদুর রহমানের মোবাইল ও স্টেশনারি, সামছল ক্বারীর চায়ের দোকান ও সালাউদ্দিনের টিনের দোকান। এর মধ্যে পাঁচটি পুরোপুরি এবং সালাউদ্দিনের টিনের দোকান আংশিক পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারা দোকান বন্ধ করে বাড়ি যায়। পর দিন ভোর আনুমানিক ৫টার দিকে তারা স্থানীয়দের কাছে আগুন লাগার খবর পেয়ে ছুঁটে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ আসে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পাঁচটি দোকান পুরোপুরি এবং একটি দোকান আংশিক পুড়ে গেছে।
এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শশীভূষণ থানার এসআই মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
এ দিকে ১০ নম্বর হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সেলিম হাওলাদার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ-খবর নিয়ে তাদের সমবেদনা জানিয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক