ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩
উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামে জমি নিয়ে দন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলা, গৃহবধুসহ চারজন আহত হয়েছে।
উজিরপুর মডেল থানায় দায়ের কৃত অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সাথে আহতদের জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে,তারই ধারাবাহিকতায় গত ১০ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় আহতরা জমিতে গাছ রোপণ করতে গেল প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে, মো মামুন কাজি, মো:তারেকুল ইসলাম বেপারী, মোসা: রেনু বেগমকে রক্তাক্ত জখম করে আহতদের আত্মচিৎকার এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পরে দেখে নেবার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, পরের দিন ১১ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় হাসপাতালে ভর্তি আহতদের জন্য রান্না করা খাবার ও চিকিৎসার জন্য নগদ অর্থ নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে, স্থানীয় জনৈক মিন্টু খানের দোকানের কাছাকাছি আসলে প্রতিপক্ষরা পুনরায় দেশে অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে মো:আলাউদ্দিন তালুকদার ও তার স্ত্রী মোসা:নাহিদা বেগম কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তাদের সাথে থাকা ৫০০০০ টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান,কর্তব্যরত চিকিৎসক আহত নাহিদা বেগম ও মামুন কাজীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করেন, এই রিপোর্ট লেখা পর্যন্ত আহতরা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আহত মো :আলাউদ্দিন তালুকদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায়, স্থানীয় মো:মিজানুর রহমান বাচ্চু, মো ছালা বাদলসহ প্রতিপক্ষ সন্ত্রাসীদের নামে একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনিক ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক