রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু
নিউজটি শেয়ার করুন

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক : দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 

 

রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ওসিসি কাজী হাবিবুল আউয়ালের দফতর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

 

 

জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, এটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। বিরোধীদল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।

 

 

১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করা মো. সাহাবুদ্দিন চুপ্‌পু একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি।

 

 

 

২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে পরবর্তী সময়ে গঠিত কমিশনের প্রধান ছিলেন সাহাবুদ্দিন চুপ্‌পু।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ