ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩
কীটনাশক পান করা স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায় স্বামী। কর্তব্যরত চিকিৎসক ঐ নারীকে মৃত ঘোষণা করা মাত্রই স্ত্রীর লাশ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মৃত ঐ নারীর নাম ইয়াসমিন বেগম (২৬)। তিনি মো. নাঈম হোসেনের (৩০) তৃতীয় স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
জানা যায়, ইয়াসমিন বেগম ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকার বাসিন্দা। তারও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার আরেকটি সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর আগে নাঈমকে ভালোবেসে বিয়ে করেন। তার শাশুড়ি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে পারিবারিক কলহে অশান্তিতে ছিলেন ইয়াসমিন। স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। স্বামীর এমন নির্মম নির্যাতন সইতে না পেরে রোববার বিকাল ৫টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি। এরপর স্বামী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার পর লাশ হাসপাতাল রেখেই পালিয়ে যান নাঈম।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। নাঈমকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তেতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক