ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে বরিশাল নগরীর বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীতে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।
অভিযান পরিচালনাকারী সুমী রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে নগরীর ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক