ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ মো: আসাদুল হক (৪০) নামে ব্র্যাক ব্যাংকের এক অ্যাজেন্ট মালিক নিখোঁজের খবর পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন ।
নিখোঁজ আসাদুল হক মঠবাড়িয়া পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাস্টারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকাসহ মটর সাইকেলযোগে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আকতার জাহান খান তার স্বামীর মুঠোফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আসাদের মটর সাইকেলটি চাবিসহ শহরের কে.এম. লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আসাদের স্ত্রী জানান, তার স্বামী মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে টাকা নিয়ে শহরের লেপপট্রি ব্যাংকের এজেন্ট শাখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার জানান, ব্র্যাক ব্যাংক অ্যাজেন্ট মালিক নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক