ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২২
এ.এইচ.রিপন, ভোলা:: ভোলা লালমোহন রমাগঞ্জ ইউনিয়নের দীপাগার সোসাইটির পক্ষে থেকে এস.এস.সি তে এ. প্লাস প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান।
রবিবার রায়চাঁদ উদয় চন্দ্র মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজ সেবা অফিসার মামুন হোসেন, এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,লর্ডহাডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ খালেক মাস্টার, এছাড়া উপস্থিত ছিলেন রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাধ্যমিক বিদ্যায়য়ের প্রধানগণএবং ছাত্রছাত্রীর অভিবাবকগণ।
এসময় ২০২২ সালে এস,এস.সি পরীক্ষাথী যারা বরিশাল বোডের মধ্যে রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের এ .প্লাস. প্রাপ্ত ৩৪ জন শিক্ষাথীদের সংবর্ধনা প্রদান করা হয়।দীপাগার সোসাইটির পক্ষে থেকে বই ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন তোমরা আজ একটি জাতি হিসেবে আগামী দিনের বাংলাদেশের জন্য কাজ করবে এই আশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান ও দীপাগার সোসাইটির সভাপতি ডাক্তার মিজানুর রহমান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক