বর্ণাঢ্য আয়োজনে নলছিটি মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে নলছিটি মুক্ত দিবস পালিত
নিউজটি শেয়ার করুন

 

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ৮ ডিসেম্বর নলছিট মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের ৮ই ডিসেম্বর এই দিনে নলছিটি পাক হানাদার মুক্ত হয়। দিনটি স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

 

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহররর প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক অলোচনা সভায় মিলিত হন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

 

 

মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান’র ব্যাবস্থাপনায়, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবাররর সদস্য, সাংবাদিক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ নানা শ্রেণী পেষার মানুষ উপস্থিত ছিলেন

 

 

সব শেষে মুক্তিযোদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও জীবিত মুক্তিযুদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া কামনা করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ