ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: কয়েকদিন আগে এক হিরার নাকফুল নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে যা হলো তা কারও অজানা নয়। তাদের ঝগড়া তুঙ্গে তখন এতে যোগ দেন শাকিব। তিনি সংবাদমাধ্যমকে জানান, বুবলী-অপু দুজনেই তার অতীত। তাদের কারও সঙ্গে সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভবনা নেই।
স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন বুবলী। শাকিবের বিরুদ্ধে নিজের ইমেজ নষ্ট অভিযোগ আনেন। সেইসঙ্গে সংবাদ সম্মেলন করে সব কথা বলে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। সেসময় সংবাদ সম্মেলন না করলেও আজ শনিবার সন্ধ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে শাকিব-অপুও তার বিষয়ে খুলে বললেন সব। জানালেন, তিনি যখন সম্পর্কে জড়ান তখন জানতেন না শাকিব বিবাহিত।
বুবলী বলেন, আমি সিনেমায় আসি ২০১৭ সালে। সেসময় শাকিবের সঙ্গে যে অন্য কারও সম্পর্ক আমরা অনেকেই জানতাম না। আমি জানতাম তিনি সিঙ্গেল। তিনি আমাকে তখন মাঝে মাঝে বলতেন আমাকে কিছু শেয়ার করবেন।
এসময় বুবলী বলেন, তার প্রতি ভালো লাগা ছিল না যে তা না। কিন্তু সেরকম প্রেম বা পাগলামির কিছু ছিল না। সেসময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। পরে অপু বিশ্বাস যখন লাইভে আসে তখন আমরা জানতে পারি তার সঙ্গে শাকিবের বৈবাহিক সম্পর্ক রয়েছে। এছাড়া অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। আমরা সবাই জানতাম তিনি সিঙ্গেল। আমি যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না।
২৭ সেপ্টেম্ব) বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক