ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: রাজশাহীর পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মনোনয়ন নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আসিফ-উজ-জামান।
তাকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন দেয়ায় রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আবুল হোসেন ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
আগামী ২৯ ডিসেম্বর পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর সেই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান আসিফ-উজ-জামান। দলীয় মনোনয়ন না পেয়ে যোগাযোগ করেন জাপার সাবেক এমপি আবুল হোসেনের সাথে। নির্বাচন করার ইচ্ছা পূরণ হয় তার। তিনি পেয়ে যান লাঙ্গল প্রতীকে জাপার মনোনয়ন।
আসিফ-উজ-জামান জানান, দীর্ঘদিন থেকে নির্বাচন করার ইচ্ছা তার। এবারে লাঙ্গল প্রতীকে ভোট করব। বাকি সব অতীত। আমাকে লাঙ্গল প্রতীক দেয়ায় সাবেক এমপি আবুল হোসেন ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
জাপা নেতা সাবেক এমপি আবুল হোসেন জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। জাপা থেকে আসিফ-উজ-জামানকে লাঙ্গল প্রতীকে মনোনীত করা হয়েছে। তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক