ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ঝালকাঠির রাজাপুরে আলিফা জাহান নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী উপজেলার পুটিয়াখালি গ্রামের মাসুম হাওলাদারের মেয়ে। সে আলিফা রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আজ সকালে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই স্কুলছাত্রী। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। পরে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তবে ওই স্কুলছাত্রী কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক