ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা সূ্ত্রে জানা যায়, বরিশাল নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে শেখ ইকবাল কবিরকে (৬০) কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী।
সোমবার রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন স্বামী শেখ ইকবাল কবির। এ সময় পেছন থেকে ইকবালকে এলোপাথাড়ি কোপ দেন স্ত্রী জাফরিন আরা পপি। তখন ইকবালের ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
শেবাচিম হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের পরামর্শে গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করবেন নিহত শেখ ইকবালের ভাতিজা সোহাগ। নিহত শেখ ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর এনামুল জানান, সোমবার দিবাগত রাতে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্ত্রী জাফরিন আরা পপিকে গ্রেপ্তার করি। তিনি আরো বলেন, নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, নগরীর পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় স্ত্রী জাফরান আরা পপিকে গ্রেপ্তার করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক