ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাছ ধরার জাল নিয়ে সাঁতরে খাল পার হওয়ার সময় পানিতে ডুবে খায়রুল ইসলাম (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত খায়রুল ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গোড়াই ইউপি সদস্য মো. কামরুজ্জামান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে খায়রুল মাছ ধরার একটি জাল নিয়ে সাঁতরে সোহাগপুর খাল পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখঁজির পরও তাকে না পেয়ে ডুবুরিদের খবর দেয়া হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক