মেসিকে ভালোবেসে শরীরে পতাকা জড়ালেন মৌ

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

মেসিকে ভালোবেসে শরীরে পতাকা জড়ালেন মৌ
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ‘আমি আর্জেন্টিনার ভক্ত। তাই আর্জেন্টিনাকে নিয়ে কিছু একটা করার ইচ্ছা হলো। কদিন আগে বিপু ভাইয়ের কাছে শুট করছিলাম। উনি জিজ্ঞেস করলেন যে আমি কোন দল সাপোর্ট করি, বললাম আর্জেন্টিনা। পরে উনিই আমার ছবি তুলে দিলেন। ’

 

 

বলছিলেন অভিনেত্রী মৌ খান। সম্প্রতি শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে নিজের ফেসবুকে একটি প্রোফাইল ছবি দিয়েছেন অভিনেত্রী। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে কথা বলতেই জানালেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালো লাগার কথা।

 

 

মৌ বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি। তাঁর খেলা ভালো লাগে, তাঁর পারসোনালিটি আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই। ’

 

 

বড় পর্দার এই অভিনেত্রী বলছিলেন, ‘সবাই তো জার্সি পরে ছবি তোলে। আমার মনে হচ্ছিল একটু ভিন্নভাবে ছবি তুলব। সেটা কিভাবে? পরে এই পতাকা জড়িয়ে ছবি তুললাম। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে। তারা নানা মতামত আমাকে জানিয়েছে। ’

 

 

মৌ খানকে বেশ অনেক দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। আজ শুক্রবার দেখা গেল মিরপুর এলাকায়। মিরপুরের বিভিন্ন লোকেশনে শফিক আহমেদের বাহাদুরি ছবির শুটিং করছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জায়েদ খান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ