ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ঝালকাঠির নলছিটিতে সেভেন আপের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার যুবতীর বোন থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধর্ষক নাসির হাওলাদার (৩৫) উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা মা বরিশালে যায়। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় আসামিরা তাদের সাথে যুক্ত হয়। এসময় সেভেন আপের সঙ্গে তাদের ঘুমের ওষুধ খাইয়ে দেয়। পরে অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে এক বোনকে ধর্ষণ করে। এরপর নলছিটি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
বরিশাল/নবকন্ঠ২৪
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক