ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: বরিশালসহ দেশের চারটি জেলায় নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় বরিশালের বাইরে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও ভোলা জেলা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক করা হয়েছে আবুল হোসেন এবং অ্যাডভোকেট আবুল কালাম শাহীনকে করা হয়েছে সদস্যসচিব।
বরিশাল/নবকন্ঠ২৪
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক