ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইল:: নড়াইলের কালিয়া উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসার অভিভাবক শ্রেণীর নির্বাচন চরম উত্তেজনা ও উৎকন্ঠার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ১৪ নভেম্বর (সোমবার) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বিঘ্নে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হলেও ভোট গননায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ঘুষ গ্রহনের অভিযোগ ওঠে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম এম সরাফত হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় এজেন্ট ও স্থানীয়রা পুনরায় ভোট গননার দাবি জানালে সরাফত হোসেন অপরাগতা প্রকাশ করে উপজেলায় গিয়ে গননার করবেন বললে উত্তেজিত জনতা তাকে লাইব্রেরীর কক্ষে অবরুদ্ধ করে রাখে।
এ দিকে ভোট গননার সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাঁধা দেওয়া এবং গননা শেষে এজেন্টদের আপত্তি উপেক্ষা করে পুনঃভোট গননা না করায় বিশৃংখলার সৃষ্টির জন্য স্থানীয়রা দায়ী করেছেন প্রিজাইডিং অফিসারকে। তাদের ধারণা গননার সময় সাংবাদিক উপস্থিত থাকলে এই বিশৃংখলা হতোনা। প্রিজাইডিং অফিসারের আচারনগত সমস্যা, খামখেয়ালিপনা ও স্বেচ্ছাচারিতার উপযুক্ত বিচার চেয়েছেন এজেন্ট ও স্থানীয়রা। বিষয়টি সাংবাদিকরা ফেসবুক লাইভে ভাইরাল করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম এসে পুনরায় ভোট গননা করে পরিস্থিতি শান্ত করেন।
উল্লেখ্য এ নির্বাচনে সভাপতি প্রার্থী হাদিউজ্জামানের প্যানেল থেকে মো: শাহিনুর শেখ ১ম ও জাহাঙ্গীর শেখ ২য় হয়েছেন এবং তবি মন্ডোলের প্যানেল থেকে সামাদ সিকদার ৩য় স্হান, ইমদাদুল শিকদার ৪র্থ ও মহিলা সদস্য শিউলী বেগম নির্বাচীত হয়েছেন।
nobokontho24/barishal
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক