ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল : বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১২০০ হাঙরসহ মো. মনিরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন খাল থেকে এসব হাঙরসহ তাকে আটক করা হয়।
আটক মনির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান ঘরামীর ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল জানান, হাঙর আহরণ ও বেচা-কেনা নিষিদ্ধ। পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাট সংলগ্ন খালে অভিযান চালিয়ে ১২০০ হাঙর ভর্তি একটি ডিঙ্গি নৌকাসহ মনিরুজ্জামানকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দ করা হাঙর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে নৌকাসহ ছেড়ে দেওয়া হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী, বিভিন্ন প্রজাতির হাঙর হত্যা ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। এতে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক