নথুল্লাবাদ থেকে ৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২

নথুল্লাবাদ থেকে ৬০০ পিস ইয়াবাসহ যুবক আটক
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে ৬০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস জোমাদ্দার (৩৯) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বেলা ২টার দিকে তাকে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন।

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকাগামী বাসে বিপুল পরিমাণ ইয়াবা আসতে আছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে খোন্দকার জাফর আহমেদ, উপ-পরিদর্শক, মোঃ ফারুক হোসেন, সহকারী উপ-পরিদর্শক, দীপংকর মণ্ডল, সহকারী উপ-পরিদর্শক, আব্দুল হামিদ,ইমাম হোসেন শামীম, মোঃ ফয়েজ আহম্মেদ, মোঃ হেলাল উদ্দিনের সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করি এবং অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবাসহ যুবককে আটক করা হয়েছে।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

আটক মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার মহিপুর থানার নাজিরপুর ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ছত্তার জমাদ্দারের পুত্র।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই ইশতিয়াক হোসেন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা করেছেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ