বিশ্বে করোনায় ১১৪৩ মৃত্যু, আক্রান্ত সোয়া ৪ লাখ

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

বিশ্বে করোনায় ১১৪৩ মৃত্যু, আক্রান্ত সোয়া ৪ লাখ
নিউজটি শেয়ার করুন

 

করোনায় শুক্রবার বিশ্বজুড়ে পজিটিভ শনাক্ত হয়েছেন ৪ লাখ ২১ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৩ জনের। এছাড়া একইদিন সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৫ হাজার ১৫৫ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৮৪৪ জনের। গত আড়াই বছরে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ কোটি ৮৪ লাখ ১০ হাজার ৩৪০ জন। শনিবার ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

 

 

শুক্রবার কোভিডজনিত অসুস্থতায় সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এইদিন মারা গেছেন ২১১ জন ও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২৬ হাজার ১ জন।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

অন্যদিকে করোনা সংক্রমণে শীর্ষে থেকে জার্মানিতে এদিন নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯১ হাজার ৫০৮ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১৬০ জনের।

 

 

আরো যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সেগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৮ হাজার ৬৯৫ জন, মৃত ৭৯ জন), ইতালি (মৃত ৯৮ জন, নতুন আক্রান্ত ৪০ হাজার ৫৭৬ জন), রাশিয়া (মৃত ৯৯ জন, নতুন আক্রান্ত ১৪ হাজার ৭৩৬ জন), তাইওয়ান (মৃত ৮০ জন, নতুন আক্রান্ত ৪৮ হাজার ২৬৭ জন), এবং জাপান (নতুন আক্রান্ত ৩৬ হাজার ৬০৫, মৃত ৬৮ জন)।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও চীনে। এরপর দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতেও অবস্থার উন্নতি না হওয়ায় ঐ বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ