ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে দোলনায় দোল খাওয়ার সময় গলায় রশি পেঁচিয়ে মারিয়া আক্তার টুনু (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মারিয়া আক্তার একই গ্রামের মো. মনজুরুল খানের মেয়ে। সে ১২ নম্বর নৈকাঠি নমপারা সরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ ও টুনুর চাচা মো. মনির খান জানান, বাড়ির পাশের একটি বাগানে সুপারি গাছের সঙ্গে রশি বেঁধে দোলনা তৈরি করে টুনু। বৃহস্পতিবার সকালে সে ওই দোলনায় দোল খাওয়ার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত দোলনার রশি গলায় পেঁচিয়ে যায়।
মনি আক্তার নামের বাড়ির একটি মেয়ে ঘটনাটি দেখে সবাইকে জানায়। পরে পরিবারের লোকজন টুনুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক