দপদপিয়ায় অবৈধভাবে গড়ে উঠছে ওয়ার্কসপ, দূর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২২

দপদপিয়ায় অবৈধভাবে গড়ে উঠছে ওয়ার্কসপ, দূর্ঘটনার আশঙ্কা
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক ॥ নলছিটির দপদপিয়ায় কাগজপত্র বিহীন অবৈধভাবে গড়ে উঠছে ঝুঁকিপূর্ন ওয়ার্কসপ। আর এই অবৈধ ওয়ার্কসপের কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রানহানীর আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ ঝুঁকিপূর্ন ওয়ার্কসপ এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

 

 

 

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা জানান, এই ওয়ার্কসপ নির্মানের জন্য ইউনিয়ন পরিষদ থেকে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নেয়া হয়েছে। তবে ওয়ার্কসপ নির্মানের সঠিক নিয়মনীতি জানা নেই। তবে বিষয়টি জেনে পরবর্তিতে জানাব।

 

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পাশে দপদপিয়া ইউনিয়নের তুর্য ফিলিং স্টেশন সংলগ্ন অবৈধভাবে গড়ে উঠছে ঝুঁকিপূর্ন ওর্য়াকসপ। আর এই ওয়ার্কসপের নিকটেই রয়েছে জ্বালানি তেলের পাম্প ও নির্মানাধীন একটি বেসরকারি হাসপাতাল। কিন্তু একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তর থেকে ছাড়পত্র না নিয়েই অবৈধভাবে ওয়ার্কসপ নির্মান করেন। এই ওয়ার্কসপের জন্য বর্তমানে জনজীবন একপ্রকার হুমকির মুখে রয়েছে।

 

 

স্থানীয়রা জানান, অবৈধভাবে করা হয়েছে ওয়ার্কসপ নির্মান। আর বর্তমানে ওর্য়াকসপে ২ টি বাসের বডির নির্মান কাজ চলছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। নির্মান শ্রমিকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এবিষয়ে জানতে ভবনের মালিক মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এখন পর্যন্ত লাইসেন্স করা হয়নি। তাছাড়া এখানে নতুন গাড়ি নির্মাণ করা হয় না। পুরাতন গাড়ি মেরামত করা হয়। তাছাড়া প্রশাসনের পক্ষে যদি কোনো কাগজপত্র করার প্রয়োজন সেটা পরে সময়মত করে নেব। আপনি নিউজ করলে কিছুই হবেনা।

 

 

 

তাই তিনি অবৈধ ওয়ার্কসপের বিষয়ে কথা বলতে অনিহা প্রকাশ করে বলেন, সেখানে যত্রতত্র বিদ্যুৎ সংযোগ থাকে। তবে উপজেলা বিদ্যুৎতের অফিসে জানানো উচিত। ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রসাশন) ওয়াহিদুজ্জামান জানান ওয়ার্কসপে নিয়মনীতি অমান্য করে বিদ্যুৎ সংযোগ দেয়া থাকলে, খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানায়, বেআইনিভাবে ওয়ার্কসপ নির্মানের কোন সুযোগ নেই। তবে বিষয়টি জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল হালিম জানান, মোঃ এ ধরনের প্রতিষ্ঠান গড়তে হলে আমাদের কার্যালয় থেকে অনুমতি পত্র গ্রহন করতে হবে। তবে বেআইনী ভাবে কেউ প্রতিষ্ঠান পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ