ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
পটুয়াখালীর বাউফলে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে দুই কক্ষ পরিদর্শককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার উপজেলার কেশবপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতরা হলেন মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আরাফাত ও কেশবপুর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মনিরুল ইসলাম টিটু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাউফলের সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান বলেন, আমি ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে দেখি ইয়াসিন আরাফাত একটি কক্ষে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন। আর মনিরুল ইসলাম পরীক্ষা কেন্দ্রে এক কক্ষ থেকে অন্য কক্ষে ঘোরাঘুরি করছিলেন।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি ইয়াসিন আরাফাত মমিনপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও মনিরুল ইসলাম টিটু কেশবপুর এনএস মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিয়ান। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক