ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: ভোলার চরফ্যাশন উপজেলায় একসঙ্গে তিন সন্তান প্রসব করলেন রেশমা বেগম নামের এক নারী। গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের প্রাইভেট ক্লিনিক ফাস্ট কেয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক দেবশ্রী পালের তত্ত্বাবধানে অস্ত্রোপাচারের মাধ্যমে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান প্রসব করান তিনি। চিকিৎসক জানিয়েছেন মা ও তিন নবজাতক সম্পূর্ন সুস্থ ভালো রয়েছেন।
ফাস্ট কেয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক দেবশ্রী পাল আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
ক্লিনিক সূত্রে জানা যায়, উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাজ মিস্তিরি মান্নানের গর্ভবতী স্ত্রী রেশমা বেগমের প্রসব ব্যথা উঠলে বুধবার দুপুরে শহরের প্রাইভেট ক্লিনিক ফাস্ট কেয়ার মেডিকেল সার্ভিস সেন্টারে ভর্তি করানো হয়।
আল্ট্রসোনোগ্রামের মাধ্যমে জানা যায় ওই নারীর গর্ভে তিন সন্তান রয়েছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত নরমাল ডেলিভারী করানোর চেষ্টা করেন। একপর্যায়ে নরমাল ডেলিভারি ঝুকিপূর্ণ হওয়ার ফলে সন্ধ্যায় অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক।
অস্ত্রোপাচারের সময় একের পর এক নবজাতক সন্তান দেখে বিম্মিত হন চিকিৎসক ও নার্সরা। সফল অস্ত্রোপাচারের পর নারীর গর্ভ থেকে সুস্থ ও সবল তিনজন নবজাতক বের করেন চিকিৎসক।
রেশমার শ্বশুর রফিকুল ইসলাম জানান, আমার পুত্রের ঘরে এক সঙ্গে তিন নবজাতক দিয়েছেন আল্লাহ। এতে আমরা অনেক খুশি এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করি।
এ বিষয়ে চিকিৎসক ডাঃ দেবশ্রী পাল জানান, অস্ত্রোপাচারের মাধ্যমে গৃহবধূর তিন সন্তান প্রসব করানো হয়। প্রসবের পর তিন নবজাতক সম্পূর্ন সুস্থ আছেন। তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক