ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: পিরোজপুরের মঠবাড়িয়ায় হেলাল মৃধা নামে এক ইউপি সদস্যের নেতৃত্বে জালাল উদ্দিন নামে এক ব্যক্তিরব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, মালামাল এবং নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়শিংগা বয়াাতির হাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হেলাল মৃধা উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি দোকান মালিক জালাল মিয়ার ভাতিজা জুবায়েরের একটি মোটরসাইকেল বিক্রির প্রস্তাব করলে ইউপি সদস্য হেলাল মৃধার ভাগিনা মামুন মোটরসাইকেল কিনতে রাজি হয়ে ৫’শ টাকা বায়না করে এবং দু মাসের সময় নেয়। দু’মাস পর সে মোটরসাইকেল কিনতে অস্বীকার করলে গাড়ি বিক্রেতা জুবায়ের ত্বর্কে জড়িয়ে পড়ে।
এই ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর স্থানীয়দের সমন্বয়ে সালিশ বৈঠক শুরু হলে ইউপি সদস্য তার ভাগিনা মামুনের পক্ষ নিয়ে জুবায়েরকে মারধর শুরু করলে স্থানীয় জনতা ইউপি সদস্য হেলাল মৃধাকে লাঞ্ছিত করে। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদার এর হস্তক্ষেপে উভয় পক্ষ সালিশ ব্যবস্থায় বসার সিদ্ধান্ত নেয়।
এমনকি মোটরসাইকেল বিক্রেতা জুবায়েরের পক্ষ থেকে এক লাখ টাকা জমাও রাখা হয়। সবকিছু উপেক্ষা করে বুধবার সন্ধ্যার দিকে ওই ইউপি সদস্য হেলাল মৃধার নেতৃত্বে তার অপর ভাগিনা হাসান ও অজ্ঞাত চার দুর্বৃত্ত জুবায়েরের চাচা জালাল উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে মালামাল তছনছ করে এবং বিভিন্ন মালামাল ও নগদ টাকা লুটপাট করে।
এ ব্যাপারে সরেজমিনে গিয়েও অভিযুক্ত ইউপি সদস্য হেলাল মৃধাকে পাওয়া যায়নি। যে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক