ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে।
আহতরা হলো—সপ্তম শ্রেণির খ-শাখার তামিম, মাহিন, মামুন, খানজাহান ও হিমেল। তাদের মধ্যে তামিমকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শ্রেণির শিক্ষার্থীরা জানায়, রোববার দুপুরে ক্লাসের বিরতি চলছিল। শিক্ষার্থীরা এক জায়গায় জড়ো হয়ে গল্প করছিল। হঠাৎ শ্রেণিকক্ষের সামনের দিকের একটি ফ্যান খুলে পড়ে। এতে তামিমের মাথা ফেটে যায় এবং আরও চারজন আহত হয়।
এ ব্যাপারে জানতে চাইলে শ্রেণি শিক্ষক মো. শাহবুদ্দিন বলেন, ‘রোববার ১২টার দিকে ৭ম শ্রেণির একটি ক্লাস শেষে অন্য বিষয়ের শিক্ষকের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা।
৪ / ৫ মিনিটের মধ্যে হঠাৎ একটি ফ্যান খুলে পড়ে ওদের ওপর। আমি শিক্ষার্থীদের চিৎকার শুনে শ্রেণিকক্ষে ছুটে যাই। গিয়ে দেখি ফ্যানটি টেবিলের ওপর পড়ে আছে। আর কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
এর মধ্যে তামিম নামে একজনের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তামিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
শাহবুদ্দিন বলেন, ‘বৈদ্যুতিক পাখা ঝোলানো লোহাটি ক্ষয় হয়ে যাওয়ায় সেটি পড়ে গেছে। তবে ফ্যানটি বন্ধ অবস্থায় ছিল। তা না হলে আরও বেশি ক্ষতি হতে পারত।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল (ভারপ্রাপ্ত) শ্রেণিকক্ষে পুরোনো বৈদ্যুতিক পাখা খুলে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমি এ সময় জরুরি কাজে পটুয়াখালী জেলা শহরে ছিলাম।’
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক