ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২
ঝালকাঠিতে সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
ভোক্তা অধিকার জানায়, দুপুরে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে সিঙ্গার কোম্পানির একটি শোরুমে অভিযান চালিয়ে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝালকাঠি থানার পুলিশ এ অভিযানে সহযোগিতা করে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক