ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২
রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইভাবে দাম বেড়েছে অটোগ্যাসেরও।
ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭.৫৫ টাকা সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আজ দুপুর ১টার পর থেকে কার্যকর হবে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ নতুন দর ঘোষণা করে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল।
এর আগে গত আগস্ট মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২১৯ টাকা নির্ধারণ করে বিইআরসি।
তারও আগে টানা কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর মে মাসে থেকে কমতে থাকে এলপি গ্যাসের দাম। মে মাসে এলপি গ্যাসের দর ছিল (১২ কেজি) ১৩৩৫ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২.২১ টাকা নির্ধারণ করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক