ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও আগুনে দগ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডের ভাড়াটিয়া বাসায়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী আল আমীন (৩৫) ও তার স্ত্রী ফাহিমা বেগমকে (৩০) উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আল আমীন গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জানা গেছে, ছেলের জন্য আল আমীনের স্ত্রী ফাহিমা চীপস ভাজতে গেলে গ্যাসের চুলা অন করলে তার শরীরে আগুন ধরে যায়। তখন আল আমীন বাথরুমে ছিলেন। ছোট ছেলের ডাক-চিৎকার শুনে আল আমীন বাথরুম থেকে বেড়িয়ে এসে তার স্ত্রীর গায়ে আগুন দেখে তাকে কোলে নিয়ে পিছনের খালে লাফিয়ে পড়েন। তখন দুইজন পুড়ে গুরুতর আহত হন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ও নার্স জানায়, ফাহিমার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে ও আল আমীনের শরীরের আংশিক পুড়েছে। তবে ফাহিমার শরীর থেকে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, স্বামী-স্ত্রী আগুনে পুড়ে যাওয়ার খবরটি শুনেছি। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক