ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
ঝালকাঠিতে সুলতানা জাহান মুন্নি (২৯) নামে এক শিক্ষিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস সড়কের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কৃষ্ণকাঠি এলাকার টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছে, পরিবারের সদস্যরা তা বলতে পারছেন না।
পুলিশ জানায়, ডাচবাংলা ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার ফরিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় স্কুল শিক্ষিকা মুন্নির। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে দুই মাস পূর্বে বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মুন্নি। এ কারণেই বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এ শিক্ষিকা।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তিনি আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তাঁর পরিবার দাবি করেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক