ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০২২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শুক্রবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানের সঙ্গে বৈঠক করার কথা নাজমুল হাসান পাপনের। দেশসেরা এ অলরাউন্ডারের সঙ্গে বৈঠকের পর ঘোষণা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।
এশিয়া কাপের দল ঘোষণার তারিখ দুইবার পিছিয়েছে বিসিবি। দলের বেশ কয়েকজন ক্রিকেটার চোটে পড়ায় প্রথম দফায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে সময় চেয়ে নেয় বিসিবি। এরপর সাকিব আল হাসানকে নিয়ে দোটানায় পড়ে দ্বিতীয়বার সময় নেয় বোর্ড।
গত ১১ আগস্ট বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান। যার বিষয়বস্তু ছিল, বেট উইনার নিউজ এবং সাকিব। একটি বেটিং প্রতিষ্ঠানের নিউজ পোর্টালের সঙ্গে সাকিবের চুক্তি ইস্যুতে উত্তাল হয় ক্রিকেটাঙ্গন।
নাজমুল হাসান পাপন জানান, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করবে বিসিবি।
এমন কড়া হুঁশিয়ারির পর টনক নড়ে সাকিবের। ঐ রাতেই সাকিব চুক্তি বাতিলের বিষয়টি বিসিবিকে লিখিত জানান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক