বরিশালে হেরোইনসহ আটক দুই

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২

বরিশালে হেরোইনসহ আটক দুই
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে হেরোইনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

 

বুধবার (১০ আগস্ট) সকাল৬টার দিকে তাদের আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক এনায়েত হোসেন।

 

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নথুল্লাবাদ বাসস্টান্ড মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুইজনকে ১শ গ্রাম হেরোইনসহ আটক করি।

 

 

আটককৃতরা হলেন, পটুয়াখালীর নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

 

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ