ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ গ্রেপ্তারের ভয়ে ভোলায় পুলিশের রাবার বুলেটে আহত চিকিৎসাধীন ১৬ বিএনপি নেতাকর্মী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন বলে জানা গেছে। গতকাল সকাল থেকে তাদের হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।
সূত্র জানায়, গত রবিবার বিএনপির বিক্ষোভ-সমাবেশ চালাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতে ভোলা সদর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার সকালে এ খবর আহতদের কাছে পৌঁছলে তারা হাসপাতাল থেকে কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে পালিয়ে যান।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. জসিম বাদী হয়ে পুলিশের ওপর হামলা এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী হত্যার ঘটনায় এ মামলা দায়ের করেন। এতে জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ চার শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এতে ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি। মামলা এবং পুলিশের গ্রেপ্তার অভিযানের খবর পেয়েই শেবাচিম হাসপাতালে ভর্তি বিএনপি নেতাকর্মীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
সার্জারি ওয়ার্ডে কর্মরত এক জ্যেষ্ঠ সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুলিতে আহত হয়ে বিএনপির ২১ জন নেতাকর্মী এই ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। গত রবিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা ভর্তি হন। তাদের মধ্য পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠনো হয়েছে। বাকি ১৬ জন চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তাদের গতকাল সোমবার সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সকালের চিকিৎসাও কেউ নেননি। ২১ জনের মধ্যে রাব্বি নামের একজনের নামে কেবিন বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি কেবিনে না গিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন।
ওয়ার্ডের ৩ নম্বর বেডে ছিলেন রুবেল, ৪ নম্বর বেড ছিলেন মনির। তারা সকাল ১০টায় বেড ছেড়ে চলে গেছেন। ওই বেডের পাশে মেঝেতে থাকা অপর রোগীর স্বজন শামসুদ্দিন জানান, এই ওয়ার্ডে গুলিবিদ্ধ হয়ে আহত ছয়জন রোগী ছিলেন। তারা একে একে সকাল ১০টার মধ্যে হাসপাতাল ত্যাগ করেছেন। এ সময় বলতে শুনেছি, ভোলায় মামলা হয়েছে। যেকোনো সময়ে আটক হতে পারেন। তাই যে যেভাবে পেরেছেন চলে গেছেন।
১৬ জন পালিয়ে যাওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামকে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘ভোলার ঘটনায় শেবাচিম হাসপাতালে ভর্তি বিএনপির নেতাকর্মীদের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা ছিল না। থাকলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের নজরদারিতে রাখা হতো। ‘
উল্লেখ্য, রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষের ঘটনায় মো. আব্দুর রহিম নামের একজন নিহত হয়েছেন। ছয় পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৫০ জন। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ চার শতাধিক নেতাকর্মীর নামে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এতে নাম উল্লেখ করে ৭৪ জন এবং অজ্ঞাতনামা আরো ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক