ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২২
পিরোজপুরের ইন্দুরকানীতে পিতাকে হুমকী দিয়ে ছেলে বিষপান করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে।
রোববার দুপুরে উপজেলার টগড়া ফেরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় উপজেলার টগড়া গ্রামের রুটির দোকানদার শাহআলম মৃধার ছেলে মহিদুল মৃধা (২০) কে দোকানে কাজ করতে বললে সে কাজ করবে না বলে তার পিতাকে বলে। এজন্য তাকে গাল মন্দ দিলে বাবাকে দেখিয়ে দেবার হুমকী দেয়। আধা ঘন্টা পর মহিদুল বিষপান করে পিতার দোকানের পাশে সড়কে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর তার জ্ঞান ফিরে।
মহিদুলের পিতা শাহ আলম জানান, আমার ছেলেকে দোকানে কাজ করতে বললে কাজ করবে না বলে আমাকে হুমকী দেয়। পরে তাকে মন্দ বললে আমাকে দেখিয়ে দিবে বলে বিষ খেয়ে দোকানের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকে।
স্থানীয় ইউপি সদস্য আঃ রাজ্জাক ঘটনার সত্যতা শিকার করেছেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক