কোরবানিযোগ্য ১ কোটি ২১ লাখ পশু প্রস্তুত

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

কোরবানিযোগ্য ১ কোটি ২১ লাখ পশু প্রস্তুত
নিউজটি শেয়ার করুন

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, এবার দেশে ৯৭ লাখ ৭৫ হাজার কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর বিপরীতে এবার কোরবানিযোগ্য এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৮৮৯টি পশু প্রস্তুত আছে। রোববার (৩ জুলাই) ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, কোরবানির পশু ব্যবস্থাপনা নিয়ে এক সময় নানা বিড়ম্বনা ও প্রতিকূল পরিস্থিতি ছিল। কিন্তু তথ্যপ্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে সে পরিস্থিতি অনেক সহজ হয়ে গেছে।

 

তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থা নিয়ে এক সময় যারা হাসাহাসি করতেন তারাও এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে। এখন আমাদের এই ডিজিটাল ব্যবস্থাকে টেকসই করার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

রেজাউল করিম আরও বলেন, ডিজিটাল হাট থেকে পশু ক্রয়ের পর যদি কারো মনোপুত না হয়, সেক্ষেত্রে প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। আর্থিক লেনদেনের জন্য স্মার্ট কার্ডসহ অন্যান্য অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। অনলাইনে গবাদিপশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ