ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২২
ভারতের অসমীয়া সিনেমার তরুণ অভিনেতা কিশোর দাস মারা গেছেন। শনিবার (২ জুলাই) চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। জানা গেছে, ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কিশোর। সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
প্রথমে কিছুদিন আসামে চিকিৎসা শেষে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয় কিশোরকে। পরবর্তীতে তাকে চেন্নাইয়ে স্থানান্তরিত করা হয়। কিন্তু সব চেষ্টাকে বৃথা করে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেলেন তিনি। এ অভিনেতার মৃত্যুতে আসামের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
খুব কম সময়েই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেছিলেন কিশোর। ‘বৃন্দাবন’, ‘প্রেম বন্ধকি’, ‘দাদা তুমি দুষ্টু বড়’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।
ছোট পর্দারও জনপ্রিয় মুখ ছিলেন কিশোর। টেলিভিশনে তার অভিনীত ‘বিধাতা ও বন্ধু’ সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক