দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
নিউজটি শেয়ার করুন

 

রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে, আবহাওয়া গবেষকদের একটি স্বাধীন দল—বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানিয়েছে—সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে, কিশোরগঞ্জ ও যমুনা নদী অববাহিকায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

জুনের শেষের দিকে ও জুলাইয়ের শুরুতে দেশের উত্তরাঞ্চলে নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী—দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যাপ্রবণ নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি দীর্ঘ সময় ধরে স্থিতিশীল বা চলতে পারে বলেও জানায় বিডব্লিউওটি।

 

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে সর্বাধিক ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ