ঢাকা ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২
ময়মনসিংহে পৃথক বজ্রপাতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন ও নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের হাসেন আলী মণ্ডলের ছেলে ৪০ বছর বয়সী আবু বাক্কার ও একই গ্রামের পঁচা মিয়ার ছেলে ৩০ বছরের জাহাঙ্গীর আলম, নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে ১২ বছরের সাঈদ মিয়া, হাদিস মিয়ার ছেলে ১১ বছরের স্বাধীন মিয়া ও বিল্লাল হোসেনের ছেলে ৮ বছরের শাওন।
গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি সদস্য মো. গোলাপ হোসেন বলেন, গাঙ্গাইল গ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর সোয়া ১টার দিকে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিল ছেলেরা। এ সময় বজ্রপাত হলে তিন শিশু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে যান বাক্কার ও জাহাঙ্গীর। এ সময় বজ্রপাতে দুজনই মারা যান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক