ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ জুন) সকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বালিয়ার বটতলা গ্রামে তার নানা বাড়িতে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়।
নিহতের স্বজনরা জানায়, রবিবার (৫ জুন) দুপুর ৩ টায় হানিবুরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন হাবিবুরের মামা মো.আলমগীর। তিনি আরও জানান, হাবিবুরের দেহ হস্তান্তরের পরপরই আমি ও হাবিবুরের বন্ধুরা মিলে হাবিবুরের গোসল শেষ করে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেই। ভোলায় এসে পৌচ্ছাই রাত ২ টা ১০ মিনিটে।
খবর পেয়ে সাবেক বানিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপির পক্ষে নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে নাইট ডিউটিরত ছিলেন ভোলা সদর উপজেলার হাবিবুর রহমান। ওই রাতেই ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান হাবিবুর।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক