ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ৪, ২০২২
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে বিএনপি-জামাত কর্তৃক কটুক্তি ও হত্যার হুমকীর প্রতিপাদে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা চত্তরে প্রতিপাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম জামাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, স্লোগান মাষ্টার আনিসুর রহমান নয়ন, রিপন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক