ঢাকা ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২২
এমভি মানামী লঞ্চের কেবিন থেকে অলঙ্কারভর্তি যাত্রীর ব্যাগ চুরি বিলাসবহুল লঞ্চ এমভি মানামীর কেবিন থেকে এক যাত্রীর ব্যাগ চুরি হয়ে গেছে।
সোমবার (১৬ মে) ঢাকার উদ্দেশে বরিশাল থেকে ছেড়ে যাওয়ার আগে নৌ-বন্দরের এ ঘটনা ঘটে।
যাত্রী মারুফুর রহমান জানান, ঢাকার উদ্দেশ্যে মানামী লঞ্চের সেমি ভিআইপি ৩৩০ নং কেবিনে পরিবার নিয়ে উঠি। কেবিনে মালামাল রেখে লঞ্চের কিছুটা সময় কাটিয়ে পুনরায় কেবিনে গিয়ে দেখি আমাদের একটি ব্যাগ খুঁজে পাচ্ছি না। সেই ব্যাগে দেড় ভরি ওজনের অলংকার ও জামাকাপড় ছিল। বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ ও পুলিশ অবহিত করা হয়েছে।
পুলিশ এসে লঞ্চের সিসি টিভি ফুটেজে দেখতে পায় মাক্স পরিহিত এক ব্যক্তি কেবিনের জানালা থেকে ব্যাগটি বের করেছে।
লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন, চোর শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ভিডিও ফুটেজ নৌ-পুলিশকে দেয়া হয়েছে।
নৌ-পুলিশের ওসি হাসনাত জামান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক