ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২২
বরগুনা প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তে বরগুনার তালতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছেন। শুক্রবার রাতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মনোনয়ন চূড়ান্ত করেন।
এতে ১ নম্বর পঞ্চাকোড়ালিয়া ইউনিয়নে আব্দুর রাজ্জাক হাওলাদার, ২ নম্বর ছোটবগী ইউনিয়নে তৌফিকুজ্জামান তনু, ৩ নম্বর কড়াইবাড়ীয়া ইউনিয়নে ইব্রাহীম সিকদার পনু, ৫ নম্বর বড়বগী ইউনিয়নে আলমগীর মিয়া আলম মুন্সি, ৬ নম্বর নিশানবাড়ীয়া ইউনিয়নে মো. কামরুজ্জামান বাচ্চু ও ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নে মো. সুলতান ফারাজী নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন।
ঘোষিত তফসিল অনুসারে ভোট গ্রহণ আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষদিন ১৭ মে, বাছাই ১৯ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক