ঢাকা ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ৮, ২০২২
বেতাগী প্রতিনিধিঃ বেতাগীতে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (০৮ মে) বিকাল চারটায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার দলনেতা অলি আহমেদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ুন কবির হিরু, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি র আজীবন সদস্য সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান স্বপন, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃরব লিটন প্রমূখ।
সভা পরিচালনা করেন যুব রেডক্রিসেন্ট বেতাগী উপজেলা শাখার সহ- দলনেতা মোঃ সোহেল মীর।
এর আগে সকলকে মানবিক হওয়ার প্রত্যয়ে এক শোভাযাত্রা বের করা হয়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক