পুরাতন মোবাইল কেনাবেচার নতুন প্লাটফর্ম জিঙ্গো

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ৮, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালসহ সারাদেশে চালু হলো পুরোনো মোবাইল ফোন কেনার অনলাইন বাজার জিঙ্গো(www.getzingo.co)। এটির বিশেষত্ব হলো, কোনো তৃতীয় পক্ষ নয়, জিঙ্গো কর্তৃপক্ষই নিজেরাই কিনে নেবে বিক্রেতার পণ্যটি।

 

নতুন এই প্ল্যাটফর্মে গ্রাহক তাদের নিজ জেলা বা উপজেলায় জিঙ্গোর নিজস্ব কর্মীদের মাধ্যমে অথবা ওয়েবসাইট ব্যবহার করে দেশের যেকোনো প্রান্তে বসে তাঁর পুরোনো মোবাইল বিক্রয় করতে পারবেন। এ জন্য গ্রাহককে জিঙ্গোর কর্মীদের অথবা ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। জিঙ্গোর মূল্য নির্ধারক দল ওই তথ্যের পাশাপাশি পণ্য যাচাই-বাছাই সাপেক্ষে মূল্য নির্ধারণ করবে। গ্রাহক ওই মূল্যে বিক্রয়ে রাজি হলে পণ্যটি প্রদত্ত ঠিকানা থেকে মূল্য পরিশোধ সাপেক্ষে সংগ্রহ করবে জিঙ্গো।

 

বরিশাল, পটুয়াখালী, বরগুনাসহ সারাদেশে জিঙ্গোর প্রায় ৭০০ অধিক সংগ্রহকারী বা কালেক্টর রয়েছেন।

 

জিঙ্গোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাঈম আহমেদ বলেন, পণ্য আপলোড বা আমাদের নিজস্ব কর্মীদের সাথে যোগাযোগের ২৪ ঘণ্টার মধ্যেই পুরো টাকা পেমেন্ট করে কিনে নেওয়া হবে পণ্য।

 

জিঙ্গোর সহ-উদ্যোক্তা হাসান ইসলাম বলেন, ‘আমাদের ব্যবসাটা পুরোনো মোবাইল ফোনের। আমাদের একদল কর্মী দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন সংগ্রহ করেন। পুরোনো ফোন কেনার জন্য দেশজুড়ে আছে আমাদের নিজস্ব কর্মী।

 

বরিশাল বিভাগে জিঙ্গোর নিজস্ব কর্মীদের সাথে যোগাযোগঃ
বরিশালঃ০১৭৩৯২৪১৪৭২
পটুয়াখালীঃ০১৩২১২১৪৩৪৩
বরগুনাঃ০১৭৫৮৬৭৫৯৯৫

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ