ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২
নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে আগুন লাগার খবর শুনে মো. রিংকু (৫০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন,অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় হোসেন মার্কেটের মারওয়া ফ্যাশন নামের দোকান মালিক মো. রিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এখন পর্যন্ত আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। ওসি জানান, রাত সাড়ে বারোটার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছলেহ হোসেন বলেন, চৌমুহনীতে আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের পাশের খালেক মিয়ার মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুন ছড়িয়ে পড়ে পাশের ব্যাংক রোড, ইসলাম মার্কেট, হোসেনসহ পাশের মার্কেটে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা কেউ বলতে পাছে না।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে বলে জানা গেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক