ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ রহমান রুবেল যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি পুলিশের কর্মকর্তা পদে। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি পৌর এলাকার মসজিদবাড়িতে। নিউইয়র্ক সিটি পুলিশে যোগ দেওয়া রুবেল রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শেষ করেন।
২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রুবেল। ২০২১ সালে তিনি সেখানে পুলিশে যোগ দেন। এর পর থেকে চলতি এপ্রিল পর্যন্ত ছয় মাস প্রশিক্ষণ নেন। এ বছরের ১২ এপ্রিল নিউ ইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে অফিসার পদে যোগ দেন তিনি।
রুবেলের বাবা জালাল আহম্মেদ জানান, তাঁর সন্তানের এই অর্জন শুধু ঝালকাঠিই নয়, গোটা বাংলাদেশের সুনাম বয়ে আনবে। তিনি সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
রুবেলের বাবা জালাল আহম্মেদ ঝালকাঠি পৌরসভার সাবেক কমিশনার। মা রোকসানা আহম্মেদ গৃহিণী। চার ভাইবোনের মধ্যে রুবেল মেজো।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক